আপনি কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে আগ্রহী?

 আপনি কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে আগ্রহী?

ইতোমধ্যে HTML এবং CSS আয়ত্ত করে ফেলেছেন, এখন ভাবছেন কী শেখা যায়? আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করে দেন। কারণ ওয়েব ডেভলপমেন্ট শেখার জন্য জাভাস্ক্রিপ্ট অনেক গুরুত্বপূর্ণ। জাভাস্ক্রিপ্ট প্রথমে ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আত্মপ্রকাশ করলেও বর্তমান সময়ে ক্লায়েন্ট সাইট ও সার্ভার সাইট উভয় ক্ষেত্রেই এটি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে।
এমনকি নোড জে এস (Node js) জাভাস্ক্রিপ্ট রানটাইম দ্বারা জাভাস্ক্রিপ্টকে ব্রাউজার ছাড়াও রান করা সম্ভব। যার ফলে মোবাইল এপস থেকে শুরু করে ডেস্কটপ এপস সব ক্ষেত্রেই জাভাস্ক্রিপ্ট ব্যবহার হচ্ছে। এক কথায় আপনি একটি মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ “জাভাস্ক্রিপ্ট” শিখে ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যেতে পারবেন অনায়েসে
আপনি কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে আগ্রহী? আপনি কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে আগ্রহী? Reviewed by ThemeBlogger on April 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.